বিপদে মুসিবতে সঙ্কটের সময়ের দোয়া


যখন রক্ত সম্পর্কের কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ (আঃ) আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন।

যখন পিতামাতা আপনার বিপক্ষে চলে গেলে ভেঙ্গে পড়বেন না, মনে রাখবেন, হযরত ইব্রাহীম (আঃ) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন।

যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোন উপায় খুঁজে না পান, আশার শেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস (আঃ ) মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন।

যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে পড়বেন না, এসবে কান দিবেন না। মনে রাখবেন, আম্মাজান আয়শা সিদ্দিকা (রাঃ) এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল।

যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায় কাঁতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব (আঃ) আপনার চেয়েও হাজার গুন বেশী অসুস্থ ছিলেন।

যখন আপনি একাকীত্বে ভোগেন, ভেঙ্গে পড়বেন না। স্মরন করুন, হযরত আদম (আঃ) কে, যাকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল।

যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হযরত নুহ (আঃ) এর কথা। যিনি অসময়ে কিস্তি/নৌকা তৈরি করেছিলেন।

কোন কাজেই হতাশ হবেন না, ভেঙ্গে পরবেন না, যদি ধৈর্য ধারণ করেন তবে মনে রাখবেন আল্লার সাহায্য অতি নিকটবর্তী ৷ বিপদের সময় এই দোয়া পড়ুন


লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস-সামা-অতি অরব্বুল আরদি অরব্বুল আরশিল আযীম ৷

অর্থঃ মহান ধৈর্যশীল আল্লাহ ছাড়া কোন হক্ক ইলাহ নেই, মহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোন হক্ক ইলাহ নেই; নভোমণ্ডল, ভূমন্ডল ও মহান আরশের প্রতিপালক আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই ৷

ইবনে আব্বাস (রাঃ) থেকো বর্নিত রাসূল (সঃ) বিপদের সময় এই দোয়া পড়তেন ৷

হাদিস নং- বুখারী শরীফ ৬৩৪৫, ৬৩৪৬ (তাওহীদ পাবলিকেশন্স), ৫৭৯৩ ইসলামিক ফাউন্ডেশন, ৫৯০০ আধুনিক প্রকাশনী, মুসলিম শরীফ ২৭৩০, আহমদ ২০১২, ৩৩৫৪ ৷

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url