তরবারির আঘাত শুকিয়ে যায় কিন্ত কথার আঘাত শুকায় না…
আমার প্রিয়তমা! মাঝে-মাঝে এমন কিছু কথা বলো তোমার কাছে হয়ত খুব সাধারণ, কিন্তু যাকে বলো তার অন্তর টা দুমড়ে মুচড়ে সংকুচিত হয়ে যায় !
এই অন্তর দুমড়ানোর শব্দ হয়ত তোমার কান পর্যন্ত পৌঁছায় না, তুমি তো হেসে হেসেই বলো। অথচ মানুষটা হয়ত তোমার ও তার রবের দরবারে অভিযোগ করে ফেলে ! ভাবতে পারো; রবের দরবারে তোমার বিরুদ্ধে বিচার গেছে? হয়ত তুমি জানতেও পারলে না !
প্রিয়তমা এজন্য কথা সুন্দর করো। কথা সুন্দর করো। কথা সুন্দর করো, কথার কথার আঘাত দিওনা…
কাউকে কথার দ্বারা এতটা কষ্ট দিওনা, যে কখনোবা তাকে কেবল তোমার বিরুদ্ধে বলতেই জায়নামাজে বসতে হয়…
আপন মানুষের কথার আঘাত দুশমনের তরবারির আঘাতের চেয়েও বেশি কষ্ট দেয়। জবানের কারণে অন্তরে যখম সৃষ্টি হয়।
আরবি ভাষায় طعنة এর অর্থ হলে তীর মারা। আরবিতে একটি প্রসিদ্ধ পংক্তি রয়েছে-
جراحات السنان لها التيام- ولا يلتام ما جرح اللسان
তীরের ক্ষত শুকিয়ে যায় তবে মুখের কথার আঘাত শুকায় না।
কবি ইয়াকুব হামদুনি বলেছেন,
‘তরবারির ক্ষতের “শারীরিক” আরোগ্য আছে, কিন্তু জিবের দ্বারা সৃষ্ট ক্ষতের “মানসিক” আরোগ্য নেই।’
লিখেছেনঃ জুবায়ের ওয়াসিম