বউ শ্বাশুড়ীর যুদ্ধ নয় এবার হোক বউ শ্বাশুড়ির মধুর সম্পর্ক
বউঃ মা আপনার ছেলে আমার সাথে খুব খারাপ করছে।
শ্বাশুড়ীঃ কি! তুমার লগে খারাপ ব্যাবহার বলোতো মা দামরাটা কি করছে?
বউঃ আমি আর ও যখন বোরকার দোকানে গেছিলাম ওখানে একটা মেয়ে ছিলো বেপর্দা ঐ মেয়ের দিকে তাকিয়ে ছিলো,
মা আপনার ছেলের বিচার চাই!
শ্বাশুড়ীঃ ওহ্ তাই নাকি আমার বউমা এতো সুন্দর তারপরও দামরা পুলায় অন্য মেয়ের দিকে তাকায় ঠিক ওর বাপের মতো হইছে!
বউঃ কি বলেন মা বাবাও…!
শ্বাশুড়ীঃ আহ্ আস্তে হাসো পাশের রুমে রুমে তুমার বাবা আছেন, শুনো তুমায় বলছি কি হইছিলো আমি আর সে আমাদের বারিতে বেরাতে গিয়েছিলাম আসার পথে এক মহিলার দিকে তাকিয়ে আছে আমিতো রাগে… এই তুমি কোথায় তাকিয়ে আছো! তুমার বাবা কি বললো জানো?
বউঃ কি বললো বাবা?
শ্বাশুড়ীঃ বলে, বউ দেখোনা আশেপাশের গাছপালা কতো সুন্দর, সুইট কিউট দেখতে,আমি কইলাম অহ আজকাল গাছপালাও সুইট কিউট হচ্চে তাহলে?
বউঃ তারপর কি বললো বাবা?
শ্বাশুড়ীঃ তারপর বলে না মানে ইয়ে সরি বউ আর তাকাবোনা।
বউঃ আপনি কিছু বললেন না মা?
শ্বাশুড়ীঃ বললাম না মানে বারি আইসা দিলাম রান্না বন্ধ করে দুদিন হোটেল থেকে নিজে খাইছে আর আমাকেও খাওয়াইছে তারপর মাফ করছি।
বউঃ তাহলে বলুন আপনার ছেলেকে আমি এখন কি করমু!
শ্বাশুড়ীঃ প্রথম বার তো ওয়ারনিং দিয়ে দাও
বউঃ মা আপনিও আপনার ছেলের দিক নিচ্চেন এতো বড় ভুল এমনি মাফ করে দিবো…!
শ্বাশুড়ীঃ তাই ছেলের দিক নেয়া হয়ে জাচ্চে মাফ করলে? তাহলেতো কিছু করতেই হয়, মা শুনো তুমিও একদিন অন্য ছেলের দিকে তাকানোর ভান করে শোধ নিয়া নিবা ৷
বউঃ ওকে মা উম্মাহ আমার মা!
স্বামীঃ এই তুমি মাকে কি বলছো হা, আমি অন্য মেয়ের দিকে তাকাইছিলাম নাকি হ্যা। আমিতো মেয়েটার শাড়ি টা দেখছিলাম যে অই শাড়িটায় তোমায় দারুন মানাতো।
বউঃ ওলে আমার বাবুটা শাড়ি দেখছিলো আইছে মিথ্যার ভান্ডার, সময় হলেই টের পাবা কি দেখছিলা মা আমায় শিখিয়েছে ৷
স্বামীঃ কি শিখিয়েছে মা?
বউঃ সময় হোক বুজতে পারবা কি শিখিয়েছে ৷
স্বামীঃ আমি মাঝে মাঝে ভাইবা পাইনা আসলে ওটা আমার মা নাকি তোমার মা, বিয়ের পর থেকে দেখছি মা আমার থেকে তুমাকেই বেশি আদর করে ৷
বউঃ হ্যা আমি পৃথীবির সেরা শাশুড়ী পাইছি এই জন্যে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ ৷
আমার মাকে যদি জিজ্ঞেস করি মা পরের বাড়ির মাইয়া আমার বউ হইয়া আইলো তাকে তুমি নিজের ছেলের থেকে বেশি ভালোবাসো কেনো?
আমার মা বলেকি জানেন বলেঃ শোন ও ছোট বেলা থেকে যাদের কাছে বড় হইছে সেই মা বাবাকে রেখে আমাদের বাড়িতে থাকে তুই ভাইবা দেখ তোর কতো খারাপ লাগতো মা বাবাকে ছাড়া দূরে থাকতে তেমনি ওর হয় ৷ তাই আমি ওরে নিজের মেয়ের মতো আদর করি যাতে ও কস্টে না থাকে বুজলি, আর তুইতো অল্টাইম আমাকে ডাকতেছিস মা মা বলে ও কি পারতেছে ওর মাকে মা মা ডাকতে ওতো আমাকেই ডাকে মা তাইনা? তাই ওকে আমি এতো আদর করছি, করবো, ইনশাআল্লাহ, আর আলহামদুলিল্লাহ আমার বউমাটাও অনেক ভালো আমার এবং তোর বাবার সেবা যত্ন করে।
লেখকঃ মোঃজামিল
